ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি তালিকায় নাম থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি।
আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার ঋণ খেলাপি সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করায় এই আইনি জটিলতা তৈরি হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এমএএম পাওয়ার লিমিটেড নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় খেলাপির তালিকায় তার নাম ওঠে।
হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী স্থগিতাদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের পৃথক আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।
এর আগে, গত ৮ ডিসেম্বর বিচারপতি এ কে এম রবিউল হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এমএএম পাওয়ার লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি বা ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে অন্তর্ভুক্ত, প্রচার ও প্রকাশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন।
একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য একটি রুল জারি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশনা দেয় আদালত। কেন্দ্রীয় ব্যাংক এই স্থগিতাদেশের কপি নির্বাচন কমিশনেও পাঠিয়েছিল।
হাইকোর্টের ওই আদেশে বলা হয়েছিল, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিপক্ষরা মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে না।
মামলার নথি অনুযায়ী, ঢাকা জেলার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা মামলা নং ৬২০/২০২৫-এ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিল এমএএম পাওয়ার লিমিটেড। পরবর্তীতে সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন।
এদিকে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। হলফনামায় মুন্সী উল্লেখ করেছিলেন যে, উচ্চ আদালতের আদেশে তার নাম ঋণ খেলাপীর তালিকায় স্থগিত রয়েছে।
তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এছাড়া রিটার্নিং কর্মকর্তার এমন পদক্ষেপকে নির্বাচনের আগেই মঞ্জুরুল আহসান মুন্সীর 'বিজয়' হিসেবে অনেকে বর্ণনা করলেও, আপিল বিভাগের আজকের আদেশের পর তার প্রার্থিতা এখন বড় ধরনের আইনি জটিলতায় পড়ল। আইনজীবীদের মতে, চেম্বার আদালতের এই স্থগিতাদেশের ফলে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আর থাকছে না।
