আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। এমনকি বোর্ডের সব সদস্যের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাও করা হয়নি। বিসিসিআইয়ের 'ওপর মহল' থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। অথচ আবুধাবির মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছিল তিনবারের চ্যাম্পিয়নরা।
সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতে তীব্র জনরোষ তৈরি হয়। এর জেরে কেকেআর এবং দলের অন্যতম মালিক শাহরুখ খানের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। টানা কয়েক দিনের এই ক্ষোভ ও চাপের মুখেই শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।
তবে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলের সব সদস্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ের একদম ওপর মহল থেকেই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আমরা নিজেরাও বিষয়টি সংবাদমাধ্যম থেকে জেনেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কোনো পরামর্শও নেওয়া হয়নি।'
অথচ নিলামে মোস্তাফিজকে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত এই পেসারকে পেয়েছিল কলকাতা।
এর আগে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ব্যাখ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, 'চারপাশে যা ঘটছে, সেই পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।'
বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়ে তারা ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এর আগে গত সোমবার বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় সরকার। এক বিবৃতিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার যেন বন্ধ রাখা হয়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, 'আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ।'
এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। তবে বর্তমান পরিস্থিতিতে সিরিজটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিসিসিআই জানিয়েছে, সরকারের অনুমতির ওপরই নির্ভর করছে এই সিরিজের ভাগ্য।
