চেম্বার আদালতেও আবেদন খারিজ, ঋণখেলাপিই থাকছেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
আপিল বিভাগের চেম্বার আদালতেও শেষ পর্যন্ত হতাশ হতে হলো কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে। আদালত তাকে ঋণখেলাপি হিসেবেই বহাল রেখেছেন। এর ফলে, আইন অনুযায়ী আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন। আদেশে মামলার রুলটি আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ইতোমধ্যে তার ঋণ পুনঃতফসিল করেছেন। এর ফলে মামলার রুলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে তিনি ঋণখেলাপির তালিকা থেকে দ্রুতই মুক্তি পাবেন।
প্রসঙ্গত, এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তীতে চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেন। এরপর চেম্বার আদালতের ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
