গাজীপুরে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নিট কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিক্ষোভ করছেন। তারা সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
বিক্ষোভের কারণে প্রায় এক ঘন্টা ওই মাহসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে, যার ফলে দেখা দেয় যানজট।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় 'হ্যাগ নীটওয়্যার' নামক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। তাছাড়া তারা ঈদ বোনাসও পাননি। এ কারণে শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেয়নি।
সূত্র আরও জানায়, অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, 'শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।'