৩০০ আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ ইসির, গাজীপুরে আসন বাড়ল, বাগেরহাটে কমলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানাতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় নির্বাচন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তা গেজেটে প্রকাশ করা হয়েছে।'
চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে। অপরদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট ৩টি রাখা হয়েছে।
যে ৪৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে সেগুলো হলো: পঞ্চগড়-১ ও ২; রংপুর-১ ও ৩; সিরাজগঞ্জ-১ ও ২; পাবনা-১ ও ২; বাগেরহাট-১, ২ ও ৩; সাতক্ষীরা-২, ৩ ও ৪; মানিকগঞ্জ-২ ও ৩; ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; ফরিদপুর-২ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ৬ ও ১০; নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।
এর আগে, গত ৩০ জুলাই আসন সীমার খসড়া প্রকাশ করে ইসি। তাতে দ্বাদশ সংসদের ২৬১ আসন অপরিবর্তিত রাখা হয় এবং ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়।
প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি-আপত্তি ও সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ আগস্ট। ওই সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ।
২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন এসব দাবি-আপত্তি শুনানি শেষে কমিশন বিষয়গুলো পর্যালোচনা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।