পোস্টাল ভোটের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে কমিশন।
বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
ইসি সচিব জানান, আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। প্রার্থীদের জামানতের টাকা পরিশোধ ও ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলোকে খোলা রাখতে। যাতে নমিনেশন পেপার সাবমিশনের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় বা ব্যাংকের ট্রানজেকশনের কোনো বিষয় থাকলে সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা তা ঠিকমতো সম্পন্ন করতে পারেন।'
পোস্টাল ব্যালটের বিষয়ে সচিব জানান, প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের সুবিধার্থে অ্যাপে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ইসির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬ লাখ ৮৩ হাজার ৯৬৩ জন ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সমাবেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'সেটা রিটার্নিং অফিসার দেখবেন। তবে আমরা চাই সবাই আচরণবিধি মেনে চলুক।'
