তারেক রহমানের সংবর্ধনা: আচরণবিধি নিয়ে ইসিকে সজাগ থাকার আহ্বান জামায়াতের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে এবং সজাগ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
নির্বাচনী পরিবেশ নিয়ে দলের অবস্থান তুলে ধরে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'তফসিল ঘোষণার পর আমিরে জামাত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় দলটি ৪৮ ঘণ্টার মধ্যেই সারা দেশে তাদের পোস্টার-ব্যানার সরিয়ে নিয়েছে। তবে বিভিন্ন স্থানে অন্য পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। ম্যানুয়াল ব্যানারের পাশাপাশি বর্তমানে ভার্চুয়াল বা ডিজিটাল প্ল্যাটফর্মেও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমরা ইসিকে বলেছি এগুলো যেন অবিলম্বে অপসারণ করা হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়।'
বৈঠকে জামায়াতের শীর্ষ নেতাদের দেশব্যাপী নির্বাচনী সফরের সময় ভিভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার দাবিও জানানো হয়। একইসঙ্গে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে কোটি কোটি কার্ড বিতরণের প্রতিশ্রুতি ও অর্থ প্রদানের ওয়াদা দেওয়া হচ্ছে উল্লেখ করে জামায়াত একে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে। এ বিষয়ে ইসিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় জামায়াতের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, 'আচরণবিধি ভঙ্গ হয় কি না এ বিষয় দেখবে রিটার্নিং কর্মকর্তা।'
