কোম্পানি ছাড়ার হুমকি দেওয়ার পর মাস্ককে ১ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি করল টেসলা

ইলন মাস্কের জন্য গত শুক্রবার নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে টেসলা। আগামী এক দশকে নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য অর্জন করতে পারলে এর আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
এই প্যাকেজটি এসেছে মাস্ক ও টেসলার পরিচালনা পর্ষদের মধ্যে টানটান আলোচনার পর। আলোচনার সময় মাস্ক এমনকি কোম্পানি ছেড়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন।
কোম্পানিটি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দাখিল করা এক নথিতে পরিকল্পনাটি তুলে ধরেছে। এই পরিকল্পনার ফলে টেসলার মালিকানায় ইলন মাস্ক আরও ১২ শতাংশ শেয়ার পেতে পারেন। এটি গত বছর মাস্কের করা দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ।
ক্ষতিপূরণ প্যাকেজটি চূড়ান্ত হয়েছে টেসলার পরিচালনা পর্ষদ ও মাস্কের মধ্যে হওয়া ১০টি বৈঠকের পর। বৈঠকে মাস্ক ইঙ্গিত দেন যে, যদি তাকে ২৫ শতাংশ ভোটাধিকার না দেওয়া হয়, তবে তিনি টেসলা ছেড়ে নিজের অন্য কাজে মনোযোগ দিবেন। পরিচালনা পর্ষদ নথিতে উল্লেখ করেছে, তারা এই হুমকিকে 'বাস্তব' বলে মনে করেছে।
টেসলা আরও জানিয়েছে, কোম্পানির জন্য মাস্কের অঙ্গীকার নিশ্চিত করা ছিল 'গুরুত্বপূর্ণ'। একইসঙ্গে মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি যেন সময়মতো কমে আসে, সেটিও নিশ্চিত করা দরকার ছিল।
এসইসি-তে দাখিল করা নথিতে টেসলা উল্লেখ করেছে যে, বর্তমানে তাদের কাছে দীর্ঘমেয়াদী সিইও পারফরম্যান্স অ্যাওয়ার্ড নেই যা এলনকে টেসলার প্রতি মনোযোগী ও অঙ্গীকারবদ্ধ করতে পারে। নথিতে বলা হয়েছে, 'এখন সেই পরিবর্তন আনার সময় হয়েছে।'
মাস্ক তার পূর্ণ ক্ষতিপূরণ পেতে চাইলে একটি উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে হবে। সেটি হলো, আগামী ১০ বছরের মধ্যে টেসলার বাজারমূল্য বর্তমান প্রায় ১ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
এছাড়া অন্যান্য নির্ধারিত লক্ষ্যের মধ্যে রয়েছে—আরও ১ কোটি ২০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা, ১ কোটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সাবস্ক্রিপশন নিশ্চিত করা, ১০ লাখ রোবোট্যাক্সি চালু করা, ১০ লাখ টেসলা বট বিক্রি করা এবং সমন্বিত আয় বাড়িয়ে ৪০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।
নথির সঙ্গে যুক্ত শেয়ারহোল্ডারদের উদ্দেশে এক চিঠিতে টেসলার বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহলম লিখেছেন: 'সংক্ষেপে বললে, ইলনকে ধরে রাখা এবং তাকে প্রণোদনা দেওয়া টেসলার লক্ষ্য অর্জন ও ইতিহাসের সবচেয়ে মূল্যবান কোম্পানি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
পরে তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, এই গুরুত্বপূর্ণ মোড়ে টেসলাকে নেতৃত্ব দেওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি ইলন।'
শুক্রবার সকালে প্রিমার্কেট লেনদেনে টেসলার শেয়ারমূল্য ২ দশমিক ০৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৪৫ দশমিক ৪০ ডলারে।
তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দাম ১০ শতাংশের বেশি কমেছে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত শেয়ারগুলো প্রায় ৩০ শতাংশ মূল্য হারিয়েছে। এর পেছনে মূল কারণ হলো কোম্পানির দুর্বল বিক্রি এবং মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা।
ফোর্বসের হিসাব অনুযায়ী ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ৪৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার। এই বিপুল সম্পদ তাকে ফোর্বসের 'রিয়েল টাইম বিলিয়নিয়ার্স' তালিকায় শীর্ষে রেখেছে।
মাস্ক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের চেয়ে।
সব লক্ষ্য পূরণ হলে নতুন ক্ষতিপূরণ পরিকল্পনার আওতায় টেসলায় মাস্কের মালিকানা প্রায় ২৫ শতাংশে পৌঁছাবে।
গত বছর একাধিক পোস্টে মাস্ক এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, যদি না কোম্পানিতে তার প্রায় ২৫ শতাংশ ভোটাধিকার থাকে।
তিনি যুক্তি দিয়ে বলেন, ২৫ শতাংশ ভোটাধিকার থাকলে তার যথেষ্ট প্রভাব থাকবে, তবে এতটা নয় যে তাকে অগ্রাহ্য করা যাবে না। আর ১৫ শতাংশ বা তার কম হলে সহজেই 'সন্দেহজনক স্বার্থান্বেষীদের' দ্বারা কোম্পানিটি দখল হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে।
মাস্ক আরও সতর্ক করে বলেন, ভোটাধিকারের এই দাবিটি পূরণ না হলে তিনি টেসলার বাইরে থেকেই এ ধরনের পণ্য তৈরি করতে পছন্দ করবেন।