আগারগাঁও মোড় অবরোধ করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ডিপ্লোমাধারীদের দাবির প্রতিবাদ এবং কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত ৩ দফা দাবির সমর্থনে রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে 'এগ্রি ব্লকেড- শিরোনামে বিক্ষোভ করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় তারা বিক্ষোভ শুরু করেন এবং ৫টা ২৫ মিনিটে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন।

'কৃষিবিদ ঐক্য পরিষদ'-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ' শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আন্দোলনের সমন্বয়কারী ইমরান হোসেন ইমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।'