কারওয়ান বাজার ও যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলুপ্তি ও মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ও ভাটারায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে রাজধানীর ব্যস্ততম এই দুই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় কারওয়ান বাজার মোড় অবরোধ করেন বসুন্ধরা সিটি শপিংমলের কয়েক হাজার ব্যবসায়ী। এছাড়া বিকাল সাড়ে ৫টায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।
সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই স্থানেই সড়ক অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সোয়া ৬টায় বসুন্ধরা সিটি শপিংমলের কয়েক হাজার মোবাইল ব্যবসায়ী কারওয়ান বাজার মোড় অবরোধ করেন। তারা সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'সহ বিভিন্ন স্লোগান দেন।
বসুন্ধরা সিটি শপিংমলের মোবাইল ব্যবসায়ী রিফাত বলেন, 'আমরা অনিবন্ধিত মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ ট্যাক্স প্রত্যাহার ও এনইআইআর ব্যবস্থা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সংশ্লিষ্টরা আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করছে না। তাই আমরা সড়ক অবরোধ করেছি।'
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশনৈু মারমা বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা সড়ক অবরোধ করেছেন। কারওয়ান বাজার মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আমরা মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, সড়ক ছেড়ে দেয়ার জন্য।
অন্যদিকে যমুনা ফিউচার পার্কের মোবইল ব্যবসায়ী বাবলু ঢালী বলেন, 'আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবো।'
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৫টার সময় মোবাইল ব্যবসায়ীরা যমুনা ফিউ সড়ক অবরোধ করেন। তার এখনো সড়কে অবস্থান করছেন। এতে প্রগতি সরণী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
