৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা
বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা অনুমোদন করেছে, যার অধীনে সহকারী পরিচালক থেকে ডেপুটি গভর্নর পর্যন্ত কর্মকর্তারা প্রতি তিন বছর অন্তর একটি নির্দিষ্ট মূল্যের সীমার মধ্যে নতুন মোবাইল ফোন পাবেন।
কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করে বলেন, চলতি বছরের জানুয়ারিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, এই সুবিধাটি শুধু পরিচালক, নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নরদের জন্য সীমাবদ্ধ ছিল।
নতুন অনুমোদনের ফলে অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপ-পরিচালক এবং সহকারী পরিচালকরাও প্রতি তিন বছরে একবার নতুন মোবাইল ফোন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
নীতিমালা অনুযায়ী, ডিভাইস কেনার জন্য কোনো কর্মকর্তাকে নগদ অর্থ দেওয়া হবে না। এর পরিবর্তে, মোবাইল ফোনগুলো সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ করা হবে।
অনুমোদিত সীমা অনুযায়ী, একজন ডেপুটি গভর্নর এক লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত মূল্যের মোবাইল ফোন পাবেন। নির্বাহী পরিচালকরা এক লাখ ৩০ হাজার টাকা, পরিচালকরা ৭০ হাজার টাকা, অতিরিক্ত পরিচালকরা ৫০ হাজার টাকা, যুগ্ম পরিচালকরা ৩০ হাজার টাকা, উপ-পরিচালকরা ২৫ হাজার টাকা এবং সহকারী পরিচালকরা ২০ হাজার টাকা মূল্যের ফোন পাবেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, ফোনগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কোষাগারের অর্থ থেকেই দেওয়া হবে।
'সরকারের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই,' বলেন তিনি।
