দুবাইয়ে নির্মাণ করা হবে ‘সোনা দিয়ে তৈরি’ বিশ্বের প্রথম সড়ক
বিশ্বের প্রথম সোনায় মোড়ানো সড়ক নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট–এ 'গোল্ড স্ট্রিট' নামের এই সড়ক নির্মিত হবে।
ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্ট চালুর ঘোষণা দেওয়ার সময় এ তথ্য জানায়। তবে প্রকল্পটি নিয়ে বিস্তারিত তথ্য 'পর্যায়ক্রমে প্রকাশ করা হবে' বলে জানানো হয়েছে।
২০২৪ থেকে ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। এ সময় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বাস্তবে সোনা কেনাবেচার ক্ষেত্রে বা 'ফিজিক্যাল গোল্ড' লেনদেনে আমিরাত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট
আমিরাতের নতুন 'হোম অফ গোল্ড' বা 'স্বর্ণের আবাস' হিসেবে পরিচিত পেতে যাওয়া দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও অলংকার-সংশ্লিষ্ট সব কার্যক্রম এক ছাদের নিচে আনা হচ্ছে। এর মধ্যে খুচরা বিক্রি, বুলিয়ন মার্কেট (স্বর্ণ, রুপা ও প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর বাজার), পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকবে।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে ইতোমধ্যে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতের এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা রয়েছে। সেখানে জাওহারা জুয়েলারি, মালবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল–রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর শোরুম রয়েছে।
এছাড়া গয়নার ব্র্যান্ড জয়–আলুক্কাস ২৪ হাজার বর্গফুটের বৃহৎ একটি শোরুম স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। এটি হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গয়নার শোরুম।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট 'ঐতিহ্য, বিশালতা এবং সুযোগকে একত্রিত করেছে'।
দুবাই ডিপার্টমেন্ট অফ ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) অংশ দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের (ডিএফআরই) সিইও আহমেদ আল খাজা বলেন, 'স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং উদ্যোগের স্থায়ী চেতনার প্রতীক।'
তিনি আরও বলেন, 'এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা শুধু সেই ঐতিহ্যই উদযাপন করছি না, বরং সৃজনশীলতা ও স্থায়িত্বের ভিত্তিতে এক নতুন যুগের জন্য সেটিকে নতুনভাবে গড়ে তুলছি।'
