প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে কাটা পাহাড় সড়ক হয়ে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা।
এসময় শিক্ষার্থীরা 'এক-দুই-তিন-চার, প্রক্টর তুই গদি ছাড়', 'যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না', 'আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে'সহ নানা স্লোগান দেয়।
বিপ্লবী ছাত্র মৈত্রী'র চবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিব বলেন, 'বিগত কয়েক দিনে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, প্রশাসন তার দায় না নিয়ে উল্টো তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা একত্রিত হয়েছি সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে। আহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং প্রশাসনকে ব্যর্থতার দায় নিতে হবে।'
দলটির সভাপতি জাকির বলেন, 'ঘটনার পর ২ নম্বর গেট এলাকার অনেক শিক্ষার্থী বাসা ছেড়ে এসেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীদের প্রতি প্রশাসন মনোযোগ দিলেও সরকারি হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এছাড়া যারা কোথাও থাকতে পারছেন না, প্রশাসনকে তাদের জন্য ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা করতে হবে।'
শিক্ষার্থীদের দেওয়া ৭ দফা দাবিগুলো হলো:
১. আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা।
২. নিরাপত্তাহীন শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আবাসন এবং মালামাল উদ্ধারের উদ্যোগ।
৩. চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৪. সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার এবং নিরপরাধ এলাকাবাসীকে হয়রানি বন্ধ।
৫. সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক আয়োজন।
৬. সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ এবং বাস্তবায়ন।
৭. প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।