মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শুক্রবার ভোরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ডাবল-ডেকার স্লিপার বাস দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিন যাত্রী নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের উত্তরে ধুমঘাট সেতুর কাছে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নূর আলমের ছেলে নাফিস আহমেদ (১৬); চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকার মো. হেলাল উদ্দিনের মেয়ে সাবিতুন নাহার (২৫); এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাটলামারি এলাকার মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)।
হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মতে, ধুমঘাট সেতুর কাছে বন বিভাগের একটি চেকপোস্ট রয়েছে। সেখানে নথিপত্র যাচাইয়ের জন্য প্রায়ই কাঠবোঝাই যানবাহনগুলো মূল রাস্তার ওপর থামানো হয়। রাত আড়াইটার দিকে ঢাকাগামী স্লিপার বাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসের অন্তত আটজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহত নাফিস আহমেদের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক—উভয়ই এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে উভয় যানের চালকই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
