সংস্কার কমিশনের সুপারিশের নিয়ে রোববার মতামত জানাবে বিএনপি: খসরু

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে আগামী রোববার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ (২০ মার্চ) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এসময় তিনি বলেন, 'মতামত জমা দেওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।'
জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন সবাই ধরেই নিয়েছে ডিসেম্বর নির্বাচন হচ্ছে। এর পরে যাওয়ার সুযোগ নাই।'
তিনি বলেন, 'নির্বাচনের জন্য অনেকের মতে ডিসেম্বর অনেক দেরি হয়ে গেলেও কাট অফ টাইম হিসেবে ধরে নিয়েছে ডিসেম্বর। সবার ধারণা, ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব।'
খসরু বলেন, 'রাষ্ট্রে জনগণের ন্যায্য মালিকানা পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ১৫-১৬ বছর ধরে সংগ্রাম করেছি এবং নির্বাচনই তা অর্জনের একমাত্র উপায়। ডিসেম্বরকে জনগণের প্রত্যাশা পূরণের সময়সীমা হিসেবে দেখা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করাও সবার জন্য সহজ হবে, কারণ আন্তর্জাতিক অংশীদাররা একটি বৈধ, নির্বাচিত প্রশাসনের সাথে জড়িত থাকতে পছন্দ করে।'