গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করা হবে: তারেক

গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোথাও হয়তো কেউ কেউ কিছু করার চেষ্টা করছে। যার কারণে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করবো।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক আরও বলেন, দেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসা পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতা-কর্মী অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।
বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে জীবন বাজি রেখে বিএনপির নেতা-কর্মীরা কাজ করবে বলেও মন্তব্য করেন তারেক।
বিএনপির এই নেতা বলেন, অনেক বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে, আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে। কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। এটা হতেই পারে, বিভিন্ন দলের বিভিন্ন মতামত আছে। যেসব বিষয়ে একমত হয়নি, সেসব বিষয় জনগণের ওপর ছেড়ে দিন। আপনাদের নীতি, আদর্শ জনগণের কাছে উপস্থাপন করুন। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন।
তিনি বলেন, আমাদের অনেক নেতা-কর্মী মনে করছেন, আগামী দিনের নির্বাচন সহজ হবে। আমি এক বছর আগে বলেছিলাম নির্বাচন সহজ হবে না। পারস্পরিক অবস্থা দেখলে ধীরে ধীরে মনে হচ্ছে সেই কথা হয়তো সত্য হতে যাচ্ছে
রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে তারেক বলেন, দলগুলো বিভিন্ন বক্তব্য দিচ্ছে। প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য দেওয়ার অধিকার আছে। কিন্তু বক্তব্য দিতে গিয়ে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে অরাজকতা তৈরি হতে পারে, কিংবা পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সেটা ভালো হবে না।
বেকারদের কর্মসংস্থানের বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের কোটি কোটি মানুষ বেকার। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। দেশের নারীদের অনেক সমস্যা আছে। সেসব সমস্যা সমাধানের দিকনির্দেশনা দিতে হবে।
তারেক বলেন, লাখ লাখ প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। মানুষের প্রত্যাশা ছিল ধীরে ধীরে বাংলাদেশ গড়ে উঠবে। বিভিন্ন সময়ে গড়ে ওঠার প্রক্রিয় শুরু হয়েছিলো, একই সঙ্গে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে। কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থও হয়েছে।