দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে: বাণিজ্য মন্ত্রণালয়

দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভারতে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ী আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অফিস চলাকালীন (বিকাল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।
আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন করতে হবে।