এক পোস্টেই প্রিয়াঙ্কার আয় দুই কোটি টাকা

ইনস্টাগ্রামে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার ফলোয়ার সবচেয়ে বেশি। বিশ্বজুড়ে ৫ কোটি ১ লাখ ভক্ত তার অ্যাকাউন্টটি ফলো করে।
ফলোয়ারের হিসেবে ভারতীয়দের মধ্যে প্রিয়াঙ্কার অবস্থান দ্বিতীয়। ৫ কোটি ৪ লাখ ফলোয়ার নিয়ে শীর্ষে আছেন দেশটির ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি প্রকাশিত ইনস্টাগ্রামে জনপ্রিয় তারকাদের একটি তালিকা থেকে এ তথ্য জানা গেছে। খবর আনন্দবাজারের।
যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পাবেন। জানা গেছে, ইনস্টা-প্রমোশনের জন্য পোস্টপ্রতি প্রায় ১ কোটি ৯৪ লাখ রুপি বা ২ কোটি ২৮ লাখ টাকা পান প্রিয়াঙ্কা।
অবশ্য তারকা ক্যাটাগরিতে হয়তো একটু সূক্ষ্ম হিসেব রয়েছে। তাই ফলোয়ার বেশি হলেও কোহলির উপার্জন বলিউড ললনার চেয়ে কম। পোস্টপ্রতি প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা আয় এই ব্যাটসম্যানের।
২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্টে ভারতীয় তারকাদের মধ্যে শুধু কোহলি ও প্রিয়াঙ্কাই জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছেন আমেরিকান তারকা কাইলি জেনার। প্রতি পোস্টে তার আয় প্রায় ১০ কোটি ৬১ লাখ টাকা!