বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
শুরুতে বিপত্তি থাকলেও টিকেট বিক্রির কাজটি শেষ পর্যন্ত সফলভাবেই করেছে বিসিবি। তাতে রীতিমতো রেকর্ড আয় হয়েছে। বিপিএলের আগের দশ আসরের টিকেট বিক্রির সম্মিলিত আয়ের প্রায় সমান আয় হয়েছে এবারের আসর থেকেই।