জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডেড বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ আয় বৃদ্ধির কথা জানিয়েছে।
জুলাই থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির আয় বেড়ে ২ হাজার ১৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৪১ কোটি টাকা।
র আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রতিষ্ঠানটির মুনাফা ১.১১ শতাংশ বেড়ে ১৫৯.২৯ কোটি টাকায় পৌঁছেছে। তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭.৯৭ টাকা।
আয় বৃদ্ধির বিষয়ে বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত ম্যানেজমেন্টের বিক্রি বৃদ্ধির কার্যকর পদক্ষেপের কারণে এই সময়ে তাদের আয় ১০ শতাংশ বেড়েছে।
তবে তৃতীয় প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসে, কোম্পানিটির আয় ০.৪২ শতাংশ কমে ৬৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে, আর কর-পরবর্তী মুনাফা ১.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি টাকা।
রোববার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ০.৪৬ শতাংশ কমে ১৫১.৪০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে কোম্পানিটি গত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল, আর আগের অর্থবছরে নগদ লভ্যাংশ দিয়েছিল ৬০ শতাংশ।