আমার শরীরে ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ ক্যানসার : ইরফান খান

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছেন ভারতের আন্তর্জাতিক অভিনেতা ইরফান খান। অসুস্থ শরীর নিয়েই শেষ করেছেন কমেডি চলচ্চিত্র ‘এংরেজি মিডিয়াম’-এর কাজ। ২০ মার্চ মুক্তি পাবে এটি। এর প্রচারণার অংশ হিসেবে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।
হিন্দি সেই বার্তায় ইরফান হেঁয়ালি করে বলেছেন, “প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সঙ্গে আছি, আবার আপনাদের সঙ্গে নাই-ও। ‘এংরেজি মিডিয়াম’ আমার জন্য খুবই বিশেষ কিছু। যে রকম প্যাশন নিয়ে এই চলচ্চিত্রে কাজ করেছি, সে রকমভাবেই এটির প্রচারণায় অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমার শরীরে কিছু ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’ বাসা বেঁধেছে, তারা আমাকে ব্যস্ত রাখছে। এদের কর্মকাণ্ডের খবর আপনাদের আমি সময়ে সময়ে জানাব।” খবর হিন্দুস্থান টাইমসের।
বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ অভিনয় করা ইরফান আরও বলেন, “লোকে বলে, ‘জীবন যদি তোমাকে লেবু দেয়, তুমি সেটিকে লেবুর শরবত বানিয়ে ফেলো।' কথাটা শুনতে ভালোই লাগে; কিন্তু জীবন যখন আপনাকে সত্যি লেবু দেয়, সেটিকে লেবু করে রাখা আসলেই কঠিন হয়ে পড়ে।”
ইরফানের অডিও বার্তাটিতে ‘এংরেজি মিডিয়াম’-এর স্থিরচিত্র ব্যবহার করে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। সেখানে সহ-অভিনয়শিল্পী কারিনা কাপুর খান, ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন ও রণবীর সুরির পাশাপাশি সেটে চলচ্চিত্রটির কলাকুশলীদের সঙ্গেও এই তারকা অভিনেতার কথাবার্তা বলার স্থিরচিত্র জুড়ে দেওয়া হয়েছে।
ইরফান আরও বলেন, “ইতিবাচক মনোভাব ধরে রাখা ছাড়া একজন মানুষের কাছে কোনো বিকল্প নেই। এ রকম পরিস্থিতিতে আপনি লেবুর শরবত বানাতে পারবেন কি না, সেটি সম্পূর্ণই আপনার ওপর নির্ভর করছে। সেই একই রকম ইতিবাচক মানসিকতা নিয়েই চলচ্চিত্রটি বানিয়েছি আমরা। আশা করছি এটি আপনাদের হাসাতে পারবে, আবার একই পরিমাণ কাঁদাতেও পারবে।”
‘ট্রেইলারটি উপভোগ করুন, চলচ্চিত্রটি উপভোগ করুন এবং অপেক্ষা করুন আমার জন্য’ বলে বার্তায় ইতি টেনেছেন তিনি।

২০১৮ সালের মার্চ থেকে লন্ডনে নিউরোএন্ডোক্রিন টিউমারের চিকিৎসা চলছে ইরফানের। এর ফাঁকেই সেই শহরে শুটিং হয়েছে চলচ্চিত্রটির। শুটিং শেষে সার্জারিও করিয়েছেন তিনি। অসুখ নিয়ে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ইরফান সবসময়ই মুখ বন্ধ রাখতে পছন্দ করেন। তাই দীর্ঘদিন পর হলিউড ও বলিউডের এই দাপুটে অভিনেতার কাছ থেকে বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।