আফগানিস্তানে শুটিংয়ের স্মৃতিচারণ করলেন হেমা মালিনী

কয়েক দশক আগে আফগানিস্তান ভ্রমণ ও সে দেশে শুটিংয়ের স্মৃতিচারণ করলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী। বর্তমানে ৭২ বছর বয়সী এই অভিনেত্রী কাবুলকে 'সুন্দর' জায়গা হিসেবে অভিহিত করে জানিয়েছেন, তিনি তখন বামিয়ান, খাইবার পাস ও বন্দে-আমির সফর করেছিলেন। সে দেশে এক ধাবায় বসে স্থানীয় 'চাপাতি' [রুটি] খাওয়ারও স্মৃতিচারণ করেন তিনি।
১৯৭৫ সালের চলচ্চিত্র 'ধর্মাত্মা'র শুটিং করতে আফগানিস্তানে গিয়েছিলেন হেমা। এটিই ওই দেশে শুট করা প্রথম বলিউড চলচ্চিত্র। ওই চলচ্চিত্রে আরও অভিনয় করেন ফিরোজ খান, রেখা, প্রেমনাথ, ফরিদা জলিল প্রমুখ। ওই চলচ্চিত্রের জনপ্রিয় গান 'কিয়া খুব লাগতি হো'র শুটিংও হয়েছিল আফগানিস্তানে।
ভারতের এক শীর্ষ দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, 'আমার চেনা কাবুল ছিল ভীষণ সুন্দর এক শহর। সেখানে দারুণসব অভিজ্ঞতা হয়েছে আমার। আমরা নেমেছিলাম কাবুল বিমানবন্দরে। সেটা তখন ছিল মুম্বাই বিমানবন্দরের মতোই ছোট। কাছেরই একটি হোটেলে উঠেছিলাম আমরা। তবে পরবর্তীকালে শুটিংয়ের জন্য বামিয়ান ও বন্দে-আমিরের মতো জায়গাগুলোতে ভ্রমণ করেছি। ফেরার পথে লম্বা কুর্তা পরা, দাড়িওয়ালা কিছু লোকের দেখা পেয়েছি, যাদের দেখতে (বর্তমানের) তালেবানদের মতো লাগছিল। সে সময়ে আফগানিস্তানে বিদেশি শক্তি হিসেবে রাশিয়ানরাও ছিল।'

'সে সময়ে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি। শান্তিপূর্ণই ছিল সেই সফর। পুরো ভ্রমণের ব্যবস্থা করেছিলেন ফিরোজ খান। দারুণ সুশৃঙ্খলার মধ্যে শুটিং করেছি আমরা। শুটে আমার সঙ্গে আমার বাবাও গিয়েছিলেন। খাইবার পাসের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা সবাই তখন এতটাই ক্ষুধার্ত, একটা ধাবার সামনে নেমে পড়েছিলাম। আমরা যেহেতু নিরামিষভোজী, তাই রুটি কিনে পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম। সেখানেও একই (তালেবান) চেহারার লোকজন দেখেছি। তাদের দেখে বেশ ভয় লাগছিল; তবে আমার ধারণা, তাদের অধিকাংশই ছিলেন কাবুলিওয়ালা।'
লোকজনের নিজ দেশ থেকে পালানোর আপ্রাণ চেষ্টা- আফগানিস্তানের এই বর্তমান পরিস্থিতিকে তিনি 'দুঃখজনক' বলে অভিহিত করেন।
-
সূত্র: হিন্দুস্তান টাইমস