Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 08, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 08, 2025
শোলে: নতুন সমাপ্তি নিয়ে ৫০ বছর পর বড় পর্দায় ফিরছে বলিউডের আইকনিক চলচ্চিত্র

বিনোদন

টিবিএস ডেস্ক
27 June, 2025, 02:00 pm
Last modified: 27 June, 2025, 02:04 pm

Related News

  • বলিউডের অন্ধকার অতীত ফিরে আসছে!
  • ‘শোলে’র চেয়েও বেশি টিকিট বিক্রি; এ ছবির নায়ক ধর্মেন্দ্র-অমিতাভের চেয়েও বেশি হিট সিনেমা দিয়েছেন
  • ভারতের ইতিহাসে সর্বোচ্চ ২৫ কোটি টিকিট বিক্রি করা সিনেমা শুরুতে ছিল ফ্লপ
  • শোলে, বাহুবলি কিংবা দঙ্গল নয়, ৪০০০ কোটি রুপির আয় নিয়ে এখনও শীর্ষে যে ভারতীয় সিনেমা!
  • শোলে-র 'ঠাকুর' সঞ্জীব: নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন, বয়স্ক চরিত্র করার ‘নেশা’ ছিল

শোলে: নতুন সমাপ্তি নিয়ে ৫০ বছর পর বড় পর্দায় ফিরছে বলিউডের আইকনিক চলচ্চিত্র

২০১৫ সালের এপ্রিলে শোলে পাকিস্তানে মুক্তি পায়, এবং ৪০ বছরের পুরোনো হওয়া সত্ত্বেও শাহরুখ খানের ২০০২ সালে মুক্তি পাওয়া হিট ছবি দেবদাসকেও ছাড়িয়ে যায় চলচ্চিত্রটি।
টিবিএস ডেস্ক
27 June, 2025, 02:00 pm
Last modified: 27 June, 2025, 02:04 pm
শোলে ছিল তারকাবহুল, তার মধ্যে অমিতাভ বচ্চন (ডানে) এবং ধর্মেন্দ্র (বামে) ছিলেন প্রধান চরিত্রে। ছবি: সিপ্পি ফিল্মস

ভারতীয় পর্দায় প্রথম আলোড়ন তোলার পঞ্চাশ বছর পর আবারও জাঁকজমকপূর্ণভাবে ফিরছে—ভারতীয় সিনেমার ইতিহাসে সম্ভবত সবচেয়ে আইকনিক চলচ্চিত্র—শোলে। খবর বিবিসির।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তে, রমেশ সিপ্পির ১৯৭৫ সালের এই মহাকাব্যিক চলচ্চিত্রটির সম্পূর্ণ পুনরুদ্ধারকৃত এবং অসম্পাদিত সংস্করণ বিশ্বপ্রিমিয়ার হতে যাচ্ছে ইল চিনেমা রিত্রোভাটো ফেস্টিভ্যাল-এ। আজ শুক্রবার ইতালির বোলোনিয়া শহরে এ ফেস্টিভ্যাল আয়োজিত হওয়ার কথা রয়েছে। এই সংস্করণে অন্তর্ভুক্ত রয়েছে মূল সমাপ্তি দৃশ্য—যেটি সেন্সরের আপত্তির কারণে মূল রিলিজে বদলে দেওয়া হয়েছিল—এবং বাদ পড়া কিছু দৃশ্যও।

প্রদর্শনীটি হবে উৎসবের বিখ্যাত উন্মুক্ত প্রেক্ষাগৃহ পিয়াজা মাজিওরে-তে—যা ইউরোপের অন্যতম বৃহৎ আউটডোর স্ক্রিন।

সালিম-জাভেদ জুটির চিত্রনাট্যে নির্মিত এবং অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুড়ী, সঞ্জীব কুমার ও গব্বর সিং চরিত্রে অবিস্মরণীয় আমজাদ খানকে নিয়ে গঠিত তারকাবহুল অভিনেতামণ্ডলী সমৃদ্ধ শোলে, পশ্চিমা ও সামুরাই ঘরানার ক্লাসিক চলচ্চিত্র থেকে প্রভাব নিলেও এটি নিঃসন্দেহে একেবারে ভারতীয় স্বকীয় সিনেমা।

আমজাদ খান (বামে) গব্বর সিং নামের এক নির্মম ডাকাতের ভূমিকায় একটি অবিস্মরণীয় চরিত্রে অভিনয় করেছিলেন। ছবি: সিপ্পি ফিল্মস

২০৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি ন্যায় ও অকল্যাণের চিরন্তন দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত। গল্পটি আবর্তিত হয়েছে কাল্পনিক গ্রাম রামগড়কে ঘিরে, যেখানে দুই খুচরো অপরাধী, জয় ও বিরু (অমিতাভ ও ধর্মেন্দ্র), নিয়োগ পায় এক সাবেক কারারক্ষক ঠাকুর বলদেব সিংয়ের কাছ থেকে—উদ্দেশ্য, ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কুখ্যাত খলনায়ক গব্বর সিংকে পরাস্ত করা।

প্রথম মুক্তির পর শোলে টানা পাঁচ বছর ধরে মুম্বাইয়ের ১,৫০০ আসনবিশিষ্ট মিনার্ভা থিয়েটারে প্রদর্শিত হয়েছিল—যা ছিল এক অবিশ্বাস্য সাফল্য। পরে এটি বিবিসি ইন্ডিয়ার অনলাইন জরিপে 'সিনেমা অব দ্য মিলেনিয়াম' নির্বাচিত হয় এবং ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট পরিচালিত এক জরিপে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পায়।

আর.ডি. বর্মণের সুরে নির্মিত সিনেমার সাউন্ডট্র্যাক এবং মুহূর্তেই চেনা যায় এমন সংলাপগুলোও দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল—যার প্রমাণ, এ পর্যন্ত অর্ধ মিলিয়নের বেশি রেকর্ড ও ক্যাসেট বিক্রি।

শোলে শুধু একটি চলচ্চিত্র নয়, এটি এক সাংস্কৃতিক প্রভাব: এর সংলাপ বিয়ের আসরে বলা হয়, রাজনৈতিক ভাষণে উদ্ধৃত হয় এবং বিজ্ঞাপনে ব্যঙ্গ-বিদ্রূপের উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

শোলে পশ্চিমা ও সামুরাই ঘরানার ক্লাসিক চলচ্চিত্র থেকে সিনেমাটিক অনুপ্রেরণা নিলেও এটি সম্পূর্ণভাবে এক স্বতন্ত্র ভারতীয় রূপ ধরে রেখেছে। ছবি: সিপ্পি ফিল্মস

'শোলে হচ্ছে বিশ্বের অষ্টম আশ্চর্য,'—সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন ধর্মেন্দ্র, যিনি ছবিতে ছোট শহরের এক চোরের ভূমিকায় অভিনয় করেছেন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছেন।

অমিতাভ বচ্চন বলেন, ছবিটির শুটিং ছিল 'অবিস্মরণীয় অভিজ্ঞতা', যদিও তিনি তখন বুঝতেই পারেননি যে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক মোড় ঘোরানো মুহূর্ত হয়ে উঠবে।

ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের শিবেন্দ্র সিং দুঙ্গারপুর জানিয়েছেন, এই নতুন পুনরুদ্ধারকৃত সংস্করণটি শোলের সবচেয়ে প্রামাণ্য রূপ—যাতে রয়েছে মূল সমাপ্তি দৃশ্য ও আগে কখনও না দেখা কিছু বাদ পড়া দৃশ্য।

মূল সংস্করণে ঠাকুরের হাতে গব্বর সিংয়ের মৃত্যু ঘটে—তিনি তাকে কাঁটাওয়ালা জুতা দিয়ে পিষে মারেন।

কিন্তু সেন্সর বোর্ড এতে আপত্তি তোলে। তারা মেনে নিতে পারেনি যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা নিজ হাতে তার বিচার করছে। একই সঙ্গে, সিনেমার সহিংসতাকে তারা অতিরিক্ত বলেও মনে করেছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতের জরুরি অবস্থার সময়, যখন তৎকালীন কংগ্রেস সরকার নাগরিক অধিকার স্থগিত রেখেছিল—ফলে এটি ছিল এক অস্বাভাবিকভাবে কঠোর সেন্সরের শিকার।

সেন্সরদের সঙ্গে যুক্তি জোর করার পরেও ব্যর্থ হওয়ার পর, রমেশ সিপ্পিকে বাধ্য করা হয়েছিল সমাপ্তি দৃশ্য পুনরায় শুট করতে। পুরো অভিনেতা-ক্রু দ্রুত ভারতের দক্ষিণের রামনগরাম পাহাড়ে ফিরে যান। নতুন, নরম করা সমাপ্তিতে গব্বর সিংকে হত্যা না করে বন্দি দেখানো হয়, এবং এই সংস্করণেই ছবিটি অবশেষে সেন্সর পরিষদে অনুমোদন পায়।

হেমা মালিনী (ডানে) বাসন্তী চরিত্রে পর্দা আলোকিত করেন—তিনি একজন সাহসী এবং হৃদয়বান টাঙ্গাওয়ালি। ছবি: সিপ্পি ফিল্মস

এই মহাকাব্যিক চলচ্চিত্রটির তিন বছরব্যাপী পুনরুদ্ধারের পথ সহজ ছিল না। মূল ৭০ মিমি প্রিন্টগুলি বাঁচিয়ে রাখা হয়নি, আর ক্যামেরার নেগেটিভগুলি মারাত্মকভাবে নষ্ট অবস্থায় ছিল।

তবে ২০২২ সালে রমেশ সিপ্পির ছেলে শেহজাদ সিপ্পি মুম্বাইভিত্তিক ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের কাছে ছবিটি পুনরুদ্ধারের প্রস্তাব নিয়ে যান।

তিনি জানান, ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণ মুম্বাইয়ের একটি গুদামে সংরক্ষিত ছিল। যা একধরনের জুয়া মনে হচ্ছিল, তা আশ্চর্যের মতো এক মিরাকলে পরিণত হয়: অচিহ্নিত টিনের ডিব্বার মধ্যে পাওয়া গেল মূল ৩৫ মিমি ক্যামেরা নেগেটিভ ও সাউন্ড নেগেটিভ।

এই উত্তেজনা এখানেই থেমে থাকেনি।

সিপ্পি ফিল্মস ফাউন্ডেশনকে জানিয়েছিল যুক্তরাজ্যে আরও কিছু রিল সংরক্ষিত রয়েছে। ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের সহযোগিতায়, দলটি ঐতিহাসিক উপকরণগুলোতে প্রবেশাধিকার পায়। এগুলো সাবধানে পাঠানো হয় বোলোনিয়ার লি'মাজিনে রিত্রোভাতা -তে, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র পুনরুদ্ধার কেন্দ্র।

মূল ৭০ মিমি প্রিন্ট হারিয়ে যাওয়া এবং নেগেটিভের মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থার মাঝেও, আর্কাইভিস্টরা মুম্বাই ও যুক্তরাজ্যের উপকরণ সংগ্রহ করে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট ও ইতালির লি'মাজিনে রিত্রোভাতার সঙ্গে মিলেমিশে শ্রম দিয়ে সিনেমাটিকে ধাপে ধাপে পুনর্গঠন করেছেন। এই প্রচেষ্টায় শোলে ছবির শুটিংয়ে ব্যবহৃত মূল ক্যামেরাও আবিষ্কৃত হয়।

রোমাঞ্চকরভাবে, শোলে প্রথম মুক্তির সময় কিছুটা ভগ্নদশায় ছিল। প্রাথমিক সমালোচনা ছিল কঠোর, বক্স অফিসে সফলতা মিলছিল না, এবং ৭০ মিমি প্রিন্ট কাস্টমসে আটকে গিয়েছিল।

ইন্ডিয়া টুডে ম্যাগাজিন ছবিটিকে 'মৃত আগুনের আগুন' হিসেবে অ্যাখ্যা দিয়েছিল। ফিল্মফেয়ার এর বিক্রম সিং লিখেছিলেন, ছবিটির প্রধান সমস্যা ছিল 'পশ্চিমা উপাদানগুলোকে ভারতীয় পরিবেশে ব্যর্থভাবে মিশানোর চেষ্টা'।

তিনি বলেন, 'এই সিনেমা এক ধরনের নকল পশ্চিমা চলচ্চিত্র হিসেবে থেকে গেছে—না এখানকার, না ওখানকার।'

প্রাথমিক প্রদর্শনীতে দর্শকরা নীরবতা বজায় রেখেছিলেন—কোনো হাসি, কান্না বা তালি ছিল না। 'শুধু নীরবতা ছিল', লিখেছেন চলচ্চিত্র লেখিকা অনুপমা চোপড়া তার বই 'শোলে: দ্য মেকিং অফ আ ক্লাসিক'-এ। সপ্তাহান্তে থিয়েটার পূর্ণ হওয়া সত্ত্বেও, দর্শকদের প্রতিক্রিয়া অনিশ্চিত ছিল এবং উদ্বেগ দেখা দিয়েছিল।

পরবর্তী কয়েক সপ্তাহে দর্শকরা ছবির আত্মা হয়ে ওঠেন এবং মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ে: 'দৃশ্যগুলো মহাকাব্যিক ছিল, আর সাউন্ড ছিল এক অলৌকিক… তৃতীয় সপ্তাহে দর্শকরা সংলাপগুলো জোরে বলতে শুরু করেছিল। এর মানে অন্তত কিছু দর্শক দ্বিতীয়বার ছবিটি দেখতে আসছে,' লিখেছেন চোপড়া।

শোলে মুক্তির এক মাস পর, পলিডর একটি ৪৮ মিনিটের সংলাপের রেকর্ড প্রকাশ করে—আর সেখান থেকেই পাল্টে যেতে শুরু করে ছবির ভাগ্য। সিনেমার চরিত্রগুলো হয়ে ওঠে কিংবদন্তি, আর গব্বর সিং—'আসলেই ভয়ের উদ্রেককারী, কিন্তু অশেষ জনপ্রিয়' খলনায়ক—একটি সাংস্কৃতিক প্রভাব হিসেবে আত্মপ্রকাশ করে। বিদেশি সমালোচকরা একে ভারতের প্রথম 'কারি ওয়েস্টার্ন' বলে অভিহিত করেন।

মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারের বাইরে দীর্ঘ লাইন, যেখানে শোলে টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলেছিল। ছবি: সিপ্পি ফিল্মস

শোলে টানা পাঁচ বছরের বেশি সময় ধরে চলে—তিন বছর নিয়মিত শো হিসেবে এবং দুই বছর ম্যাটিনি শো হিসেবে, মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারে। এমনকি ২৪০তম সপ্তাহেও শোগুলো ছিল হাউসফুল।

২০১৫ সালের এপ্রিলে শোলে পাকিস্তানে মুক্তি পায়, এবং ৪০ বছর পুরোনো হওয়া সত্ত্বেও এটি ১০ বছরের বেশি পুরোনো অধিকাংশ ভারতীয় সিনেমার চেয়ে ভালো পারফর্ম করে—এমনকি শাহরুখ খানের ২০০২ সালের হিট ছবি দেবদাসকেও ছাড়িয়ে যায়।

চলচ্চিত্র পরিবেশক শ্যাম শ্রফ অনুপমা চোপড়াকে বলেছিলেন: 'যেভাবে ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে বলা হতো, ঠিক সেভাবেই শোলে নিয়েও বলা যায়—এর সূর্য কখনো অস্ত যায় না।'

অর্ধশতাব্দী পরেও কেন শোলে এখনো দর্শকদের মনে দাগ কাটে? অমিতাভ বচ্চনের উত্তরটি সরল, কিন্তু গভীর: 'সত্যের জয় আর… সবচেয়ে বড় কথা, তিন ঘণ্টার মধ্যেই ন্যায়বিচার! আপনি আর আমি যা একটা জীবদ্দশায়ও নাও পেতে পারি,'—এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

শোলে / ভারতীয় চলচ্চিত্র / গব্বার সিং / খলনায়ক / অভিতাম বচ্চন / ধর্মেন্দ্র / হেমা মালিনী / ৫০ বছর পর / বড় পর্দায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নদী দখল ও দূষণকারী কারখানা পেল 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড'
  • আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা: সানেম জরিপ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কেন সফল হয়নি?
  • বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • বিশ্বের প্রথম দুই আসনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০এস আনল চীন
  • রাজধানীর জন্য বৈদ্যুতিক বাস: দুই বছরে ব্যয় হবে ২,৫০০ কোটি টাকা

Related News

  • বলিউডের অন্ধকার অতীত ফিরে আসছে!
  • ‘শোলে’র চেয়েও বেশি টিকিট বিক্রি; এ ছবির নায়ক ধর্মেন্দ্র-অমিতাভের চেয়েও বেশি হিট সিনেমা দিয়েছেন
  • ভারতের ইতিহাসে সর্বোচ্চ ২৫ কোটি টিকিট বিক্রি করা সিনেমা শুরুতে ছিল ফ্লপ
  • শোলে, বাহুবলি কিংবা দঙ্গল নয়, ৪০০০ কোটি রুপির আয় নিয়ে এখনও শীর্ষে যে ভারতীয় সিনেমা!
  • শোলে-র 'ঠাকুর' সঞ্জীব: নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন, বয়স্ক চরিত্র করার ‘নেশা’ ছিল

Most Read

1
বাংলাদেশ

নদী দখল ও দূষণকারী কারখানা পেল 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড'

2
বাংলাদেশ

আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা: সানেম জরিপ

3
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কেন সফল হয়নি?

4
বাংলাদেশ

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

5
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম দুই আসনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-২০এস আনল চীন

6
বাংলাদেশ

রাজধানীর জন্য বৈদ্যুতিক বাস: দুই বছরে ব্যয় হবে ২,৫০০ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net