লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করাই বড় চ্যালেঞ্জ: ইসি আনিছুর

দ্বাদশ জাতীয় নির্বাচনে সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এমন দাবি করেন।
"সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ওইদিকেই নজর দেবো। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটে পরিবেশ থাকবে না। এছাড়া সব দলকে আনাও আমাদের চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানিনা, শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা থাকবে", তিনি বলেন।
বিএনপির আসার ব্যপারে তিনি বলেন, "আমাদের আশা থাকবে সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকবো। এখনো ১৩ মাস সময় আছে। এর মাঝে রাজনীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। দেশে আসতে পারে। বিশ্বে আসতে পারে।"
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধন প্রসঙ্গে এই কমিশনার বলেন, "বিভিন্ন কারণে হয়তো আইন সংশোধনটা একটু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অচিরেই আইন মন্ত্রণালয় থেকে একটা সমাধান পাবো।"
"সরকার আমাদের সহায়তা দিবেন। সরকারি সহায়তা নিয়েই আইনি প্রক্রিয়া শেষ করতে পারবো", যোগ করেন তিনি।
নির্বাচনে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিয়ে তিনি বলেন, "তিনশ আসনে তিন লক্ষাধিক সিসি ক্যামেরা থাকতে পারে। সিসি ক্যামেরা থাকায় এলার্ট বেড়ে গেছে। এটা একটা ইতিবাচক দিক।"
জাতীয় নির্বাচনে সুষ্ঠু নির্বাচন করা মাঠ প্রশাসনকে নিরপেক্ষ রাখা কতটুকু চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচনে তফসিল ঘোষণার পরে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সেক্ষেত্রে মাঠ প্রশাসনে আমরা অতীতেও দেখেছি ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার মনে হয় সেগুলো সময়ই বলে দেবে।"