মেয়র পদের গেজেট সম্পর্কে জানতে সিইসির সঙ্গে দেখা করলেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে সবশেষ তথ্য জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে তিনি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে ইসি চিঠি পাঠানোর দুদিন পর এই বৈঠক হলো।
সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ইশরাক বলেন, 'নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের পর নথিটি ইসির কাছে পৌঁছেছে এবং এখন গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। মতামতের জন্য এটি (নথি) ইতোমধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেহেতু আমি আবেদনকারী ছিলাম, তাই আমি এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে পেরেছি।'
চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ২০২০ সালের ডিএসসিসির মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করা হয়। ওই ফলাফলে শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত।
এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশেনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেয়।
মেয়র হিসেবে কতদিন দায়িত্ব পালন করতে পারবেন এমন প্রশ্নে ইশরাক বলেন, গেজেট প্রকাশ হলে ও পরবর্তী আনুষ্ঠানিকতার পর মেয়রের মেয়াদ সম্পর্কে স্পষ্টভাবে জানতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি বলেন, এখন পর্যন্ত সব পদক্ষেপ দেশের বিদ্যমান আইন ও স্থানীয় সরকার আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনি ফলাফলে শেখ ফজলে নূর তাপস পান ১ লাখ ৮৮ হাজার ভোট। তিনি একই বছরের ১৬ মে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর সিটির প্রথম সভা হয় ওই বছরের জুনে। সে অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ চলতি বছেরর জুনে শেষ হবে।