প্রথম প্রান্তিকে লোকসানের ধাক্কা কাটিয়ে অর্থবছরের প্রথম নয় মাসে মুনাফায় ফিরল রানার অটোমোবাইলস

টানা দুই অর্থবছর লোকসানের পর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ঘুরে দাঁড়িয়েছে রানার অটোমোবাইলস। প্রথম প্রান্তিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও থ্রি-হুইলার বিভাগের দারুণ পারফরম্যান্সের জোরে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি আবার মুনাফার ধারায় ফিরেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রানারের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.০৭ টাকা—যেখানে গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩.৫৭ টাকা।
২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম প্রান্তিকে রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি সম্মিলিত লোকসান ছিল ০.৭২ টাকা। তবে পরের দুই প্রান্তিকে—২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫-এর মার্চ—কোম্পানিটি মুনাফার ধারায় ফিরেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে রানার অটোমোবাইলসের সম্মিলিত ইপিএস দাঁড়িয়েছে ০.৪৩ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্মিলিত লোকসান ছিল ১.৩৫ টাকা। দ্বিতীয় প্রান্তিকে তাদের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা।
কোম্পানিটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানিয়েছে, আগের প্রান্তিকগুলোর ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও তারা বাজার সম্প্রসারণ, ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যকর অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি সাধন করেছে।
কোম্পানিটি আরও বলেছে, ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয় ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা এখনও চ্যালেঞ্জ তৈরি করলেও থ্রি-হুইলার সেগমেন্টের চাহিদা বৃদ্ধি এবং টু-হুইলার সেগমেন্টে ই-বাইক উদ্যোগের প্রাথমিক ইতিবাচক ফলাফলের ওপর ভর করে তারা তাদের প্রবৃদ্ধি পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী।
গতকাল কোম্পানির প্রতিটি শেয়ার ২৮.৮০ টাকায় লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩.০৩ শতাংশ কম।