এপ্রিল-জুন প্রান্তিকে বাটার লোকসান ৯.৬৪ কোটি টাকা

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯ কোটি ৬৪ লাখ টাকা লোকসান করেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
আজ বুধবার (৩০ জুলাই) কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, প্রান্তিক শেষে প্রতি শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি ১৮ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা করেছিল, যেখানে প্রতি শেয়ারে আয় ছিল ১৩ টাকা ৭৩ পয়সা।
বাটার দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকায়।
আর এবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি ৬৬ লাখ টাকায়। একইসঙ্গে নিট মুনাফা ২৭ শতাংশ কমে হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা। জুন ২০২৫ শেষে বাটার প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা।
বাটা তাদের বিবৃতিতে জানিয়েছে, "অস্বাভাবিক কিছু পরিস্থিতির" কারণে কোম্পানির রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।
বাটা তাদের বিবৃতিতে জানিয়েছে, "অস্বাভাবিক কিছু পরিস্থিতির" কারণে কোম্পানির রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।
২০২৫ সালের প্রথমার্ধে বাটা বাংলাদেশ একদিকে যেমন বাণিজ্যিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে, একইসাথে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়। বছরের শুরুতেই, প্রথম প্রান্তিকে, ঈদ মৌসুমের কারণে ইতিবাচকভাবে এ বছর শুরু করে বাটা বাংলাদেশ। এ সময় প্রতিষ্ঠানটি সুপরিকল্পিত বিপণন কার্যক্রম পরিচালনা করে এবং বাজারে নতুন পণ্য নিয়ে আসে। এক্ষেত্রে, ক্রেতাদের ইতিবাচক সাড়া এবং ব্যয় নিয়ন্ত্রণের কারণে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জনে সক্ষম হয়।
তবে দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় বাধা তৈরি হয়। দেশের কয়েকটি আউটলেটে ভাঙচুরের ঘটনায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়, এবং এর প্রভাব গিয়ে পড়ে আর্থিক ফলাফলেও। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও অংশীজনদের সাথে সুসম্পর্কের কারণে বাটা বাংলাদেশ টেকসই কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। এ সময়েও বাটা ব্যবসায়িক পুনরুদ্ধার ও ক্রেতা সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে।
এ বিষয়ে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জি বলেন, "ঈদুল আজহার সময় ক্রেতাদের কাছ থেকে আমরা যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। দেশজুড়ে ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সাথে আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও আস্থাই এর প্রমাণ।"