২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের লোকসান কমেছে ৫৩ শতাংশ, ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে তাদের আর্থিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতির খবর দিয়েছে। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান আগের বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে এসিআইয়ের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৪০ টাকা। আগের অর্থবছরে এই লোকসানের পরিমাণ ছিল ১৫.৮৮ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রে ৫৩ শতাংশ উন্নতি হয়েছে।
কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৩-২৪ অর্থবছরের ৭৯.৩১ টাকা থেকে বেড়ে ৯১.৬৪ টাকা হয়েছে। তবে শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো কমে গেছে। আগের বছর এটি ০.৭১ টাকা (ধনাত্মক) থাকলেও সদ্যসমাপ্ত অর্থবছরে তা দাঁড়িয়েছে ঋণাত্মক ৫১.৬৩ টাকা। এর প্রধান কারণ কার্যকরী মূলধনে বিনিয়োগ বৃদ্ধি।
এসিআইয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, মূলত স্থিতিশীল রাজস্ব প্রবৃদ্ধি ও কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণের কারণে মুনাফায় এই উন্নতি হয়েছে।
গত অর্থবছরে, কোম্পানিটির সমন্বিত আয় ১০.৯৩ শতাংশ ও মোট মুনাফা ১৫.৪২ শতাংশ বেড়েছে। প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও পরিচালন ব্যয়ের তুলনায় মোট মুনাফার প্রবৃদ্ধি বেশি হওয়ায় পরিচালন মুনাফা বেড়েছে।
তবে কোম্পানিটি জানিয়েছে, ঋণের ব্যয় বেশি হওয়ায় এই মুনাফার প্রবৃদ্ধি আংশিকভাবে বাধাগ্রস্ত হয়েছে। সুদহার বৃদ্ধি এবং কার্যকরী মূলধন ও ব্যবসা সম্প্রসারণে কৌশলগত বিনিয়োগের জন্য অতিরিক্ত তহবিলের প্রয়োজন হওয়ায় এ বছর ঋণের ব্যয় বেড়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছর শেষে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
পরিচালনা পর্ষদ আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
নগদ লভ্যাংশ ঘোষণা ও আর্থিক অবস্থার উন্নতি সত্ত্বেও গতকাল লেনদেনে এসিআইয়ের শেয়ারের দাম কিছুটা কমেছে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম ০.৯৯ শতাংশ কমে ১৭০.৭০ টাকায় দাঁড়ায়।
