জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারই এখনো তাদের জন্য ‘ভালো সমাধান’: আল জাজিরাকে ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই এখনো তাদের জন্য 'ভালো সমাধান'। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এটি হবে দেশের ইতিহাসে এযাবৎকালের সেরা নির্বাচন।
সম্প্রতি কাতার সফরকালে সে দেশের সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা হয় ড. ইউনূসের। গতকাল রোববার আল জাজিরা সেই সাক্ষাৎকার প্রচার করেছে।
সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, এটা কি বলা ঠিক হবে যে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের 'মধুচন্দ্রিমা' এখন সম্ভবত শেষ হয়েছে?
জবাবে ড. ইউনূস বলেন, 'জনগণ বলছে না যে অন্তর্বর্তী সরকার চলে যাক, আজই নির্বাচন হোক... এমন কোনো সমস্যার মুখোমুখি আমরা হইনি যেখানে লোকেরা বলছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করো।'
তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ভর করছে কি পরিমাণ সংস্কারে সবাই ঐকমত্য হচ্ছে তার ওপর। সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। তবে নির্বাচন জুনের পরে যাবে না। আর এটি হবে এযাবৎকালের সেরা নির্বাচন।
আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, 'আমরা এখনো জানি না। কারণ তারা (আওয়ামী লীগ) এখনো কিছু ঘোষণা করেনি।'
তিনি বলেন, ঘোষণা আসার পরই নির্বাচন কমিশনসহ অন্যান্য পক্ষের প্রতিক্রিয়া দেখা যাবে। এছাড়া অন্যান্য দলও দাবি করতে পারে যে বিদ্যমান আইনের আওতায় তারা অংশ নিতে পারবে না।
রোহিঙ্গা একটি সম্পূর্ণ পৃথক বিষয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, 'আমরা আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার জন্যও কাজ করছি। আমাদের চিন্তা হলো, কীভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায়, যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদ পুনর্বাসন করতে পারে।'