এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 'বোমা হামলার' হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ

গতকাল আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়। এতে একজন বাদে বিমানের সকল আরোহী প্রাণ হারান। সেই শোকের রেশ কাটতে না কাটতেই আজ বোমা হামলার হুমকিতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট।
থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ওই যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফুকেটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফুকেট বিমানবন্দরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্লাইট এআই ৩৭৯ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট থেকে উড্ডয়ন করে। তবে মাঝ আকাশে বোমা হামলার হুমকির একটি চিরকুট পাওয়ার পর পাইলট অ্যান্ডামান সাগর ঘুরে ফের ফুকেট বিমানবন্দরে ফিরে আসেন।
জরুরি অবতরণের পর নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। ফ্লাইটটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে বিমানের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, হুমকির চিরকুটটি যিনি প্রথম দেখতে পান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কীভাবে এবং কোথা থেকে এই হুমকি এসেছে, তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া কিংবা থাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।