ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় গেলেন বিমানের পাইলট

ভুল করে নিজের পরিবর্তে মায়ের পাসপোর্ট নিয়ে ঢাকা-জেদ্দা ফ্লাইট পরিচালনা করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, আশ্চর্যের বিষয় হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা সঠিকভাবে নথি যাচাই না করেই ক্যাপ্টেন মুনতাসির রহমানকে পার করিয়ে দেন।
ভুলটি ধরা পড়ে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর। সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্টের গরমিল টের পেয়ে তাকে হোটেলে যেতে বাধা দেয়।
বশরা বলেন, "পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজার হস্তক্ষেপ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রাজি করান। ক্যাপ্টেনের পাসপোর্ট এখন আলাদা একটি বিমানের ফ্লাইটে জেদ্দায় পাঠানো হচ্ছে।"
বিমান জানিয়েছে, পাসপোর্ট পৌঁছানোর পর ক্যাপ্টেন রহমান নির্ধারিত ফিরতি ফ্লাইট পরিচালনা করবেন। এ ঘটনায় কোনো ফ্লাইট বিলম্বিত হয়নি এবং আর্থিক ক্ষতিও হয়নি।