কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের অনুমতি না পেয়ে আজ (৯ সেপ্টেম্বর) ফের ঢাকায় ফিরে এসেছে।
বিমানের মুখপাত্র রওশন কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না মেলায় বিমানটি অবতরণ করতে পারেনি।
তিনি বলেন, 'আমাদের ফ্লাইট কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও অবতরণের অনুমতি না পাওয়ায় নামতে পারেনি। সেখানে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।'
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নেপালগামী আরেকটি নির্ধারিত ফ্লাইট হিমালয়া এয়ারলাইন্সের (এইচ৯) ফ্লাইটও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আজ নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ঘরের বাইরে অযথা বের না হতে এবং চলাফেরায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।
এছাড়া বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দূতাবাস বাংলাদেশি নাগরিক ও আগত যাত্রীদের আপাতত নেপালে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।