রংপুরে আইসোলেশন হাসপাতালে করোনা চিকিৎসায় ৩৩ নতুন চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নির্ধারিত রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নতুন করে আরও ৩৩ জন চিকিৎসক যোগদান করেছেন। তারা সবাই ৩৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত। এনিয়ে হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৪ জনে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এ কে এম নুরন্নবী লাইজু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালটিতে আগে ১১ জন চিকিৎসক, ২৬ জন নার্স ও ১৯ জন আয়া কর্মরত ছিলেন। এ ছাড়া আইসিইউ বিভাগে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম কাজ করছেন।
গত ১৯ এপ্রিল ১০০ শয্যার রংপুর সদর শিশু হাসপাতালকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানান, চিকিৎসকরা যোগদান করায় এ হাসপাতালে রোগীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানসহ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, রংপুর বিভাগে নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাড়ালো ৩৫৮ জনে।