‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম’: স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন এক চিকিৎসক। এ ঘটনায় অসদাচরণের অভিযোগে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. ধনদেব বর্মন। তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। শনিবার (৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। 'রূঢ় আচরণের' দায়ে ডা. বর্মনকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে।
ইউএনবি জানায়, শিশুদের মূত্রথলি ও প্রজননতন্ত্রের রোগের চিকিৎসায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। সেমিনারের আগে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। জরুরি বিভাগ পরিদর্শনের সময় রোগীর সেবা, ব্যবস্থাপনা ও কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অধ্যাপক ডা. আবু জাফর।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব বর্মণের সঙ্গে তর্কে জড়ান তিনি। সেখানে লেখার জন্য টেবিল রাখতে হয়েছে বলে জানান ধনদেব।
ডা. বর্মনকে উদ্দেশ্য করে ডিজি তাকে বলেন, 'আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? কথাবার্তা হুঁশ করে বলবেন।'
এসময় ডা. বর্মন পালটা উত্তর দিয়ে অপারগতা প্রকাশ করেন। ডিজি জবাবে বলেন, 'স্টপ, কন্ট্রোল ইউর মাউথ [মুখ সামলান]। এরপর চিকিৎসক বলতে থাকেন, 'আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।'
ডিজি নিজের সঙ্গের লোকজনকে ভিডিও করতে বলেন। তিনি বলেন, 'যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে?' তখন চিকিৎসক বলেন, 'আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহ্যাব [আচরণ] করি। কিন্তু যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আমার বিহ্যাব ভালো না। ডক্টর কমিউনিটি ইজ নট ফিট ফর পপুলেশন অব বাংলাদেশ।'
ডিজি বলেন, 'আপনি তো বিহ্যাবই শিখেন নাই।' এ সময় চিকিৎসক বলেন, 'ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম। আপনার দুদিন আসার কথা ছিল, একদিনও আসেননি।' এ সময় ডিজি ও চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খানসহ অন্য প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এরপর ওই চিকিৎসক ক্ষমা চাইলে ডিজি বলেন, 'না না, সরি বলতে হবে না, কিছু বলতে হবে না, আপনি এই হসপিটালের জন্য ফিট না।'
এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান ইউএনবিকে বলেন, 'ডা. বর্মনকে তাৎক্ষণিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
