খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ধীরে উন্নতি হচ্ছে: মেডিকেল বোর্ডের সদস্য
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক সদস্য। তবে এই উন্নতিকে আহামরি বলা যাবে না এবং বয়সজনিত কারণে উনার সেরে উঠতে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।
মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, এই দফায় উনার উন্নতি হচ্ছে খুবই ধীরগতিতে। একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয়। একটির রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিনডি নিয়ে উদ্বিগ্ন আছে মেডিকেল বোর্ড। প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে।
ডায়ালাইসিস বন্ধ করলেই কিনডির অবস্থা অবনতি হয়। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বোর্ড।
সোমবার সন্ধ্যায় বোর্ডের এক চিকিৎসক বলেন, সিসিইউতে নেওয়ার পর থেকে প্রতিদিন নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্যারামিটারগুলো খারাপ আসছে না। তবে তিনি একেবারে ঝুঁকিমুক্তও হচ্ছেন না। সিসিইউতে অ্যাডভান্স টিট্রমেন্ট দেওয়া হচ্ছে। বোর্ড প্রতি রাতে বৈঠকে বসে। যেখানে প্রত্যেক চিকিৎসক আলাদা রোগ নিয়ে আলোচনা করেন। রিপোর্ট দেখে কিছু ওষুধ বন্ধ করেন, আবার চালু করেন। কিছু ওষুধের মাত্রা কমান কিংবা প্রয়োজনে বাড়িয়ে দেন। দেশে ফেরার পর বোর্ডে সশরীরে অংশ নেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি বৈঠক শেষ করে বাসায় ফেরেন।
