চট্টগ্রামে ৩৫০টি দোকানের ভাড়া মওকুফ করলেন মার্কেট মালিক

করোনাভাইরাসের সংকটের কারণে চট্টগ্রামের হাটহাজারীতে দুইটি শপিংমলের ৩৫০টি দোকানের ভাড়া মওকুফ করেছেন এক মালিক। পাশাপাশি ঈদ পর্যন্ত মল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন হাটহাজারীর সদরের এন জহুর শপিং সেন্টার ও সিটি সেন্টারের মালিক সরওয়ার মোর্শেদ।
শনিবার সকালে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিটি সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, সকালে মল মালিকের সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠক হয়। বৈঠকে ঈদের আগে দোকান না খোলার ব্যাপার সিদ্ধান্ত হয়। পাশাপাশি এপ্রিল ও মে মাসের দোকানভাড়া মওকুফের ঘোষণা দেন মালিক।
শপিংমল দুইটির মালিক সরওয়ার মোর্শেদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সকালে বৈঠক হয়। বৈঠকে মার্কেট চালু করা না হলে ভাড়া নিয়ে অনিশ্চয়তার কথা বলেন অনেক ব্যবসায়ী। তাই আমি ব্যবসায়ীদের ভাড়া মওকুফ করে দোকান বন্ধ রাখতে বলেছি।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হাটহাজারী বাজার ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি শফিউল আজম বলেন, করোনা সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে এন জহুর শপিং সেন্টার ও সিটি সেন্টারের মালিক মানবিকতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি অন্যান্য মালিকরা এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে দোকান খুলতো না।
ইতোমধ্যে নিউ মার্কেট ছাড়াও চট্টগ্রাম নগরের বৃহৎ ১১টি শপিংমল ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।