চট্টগ্রামে সরোয়ার হত্যার পরদিন একইস্থানে রিকশাচালক গুলিবিদ্ধ
চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী সরোয়ার খুন হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই একই স্থান নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় আজ (৬ নভেম্বর) বিকেলে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অটোরিকশাচালকের নাম মো. ইদ্রিস আলী (৩৭)। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মাহফুজের বাড়ির মৃত ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত অটোরিকশা চালক মো. ইদ্রিস আলীকে আজ বেলা পৌনে ৩টায় হাসপাতালে আনা হয়েছে।'
তিনি বলেন, 'তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভালো।'
তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন টিবিএসকে বলেন, 'আমরা এ ঘটনা শুনেছি। এরপর পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ ঘটনাস্থলে গিয়ে কিছুই পাইনি।'
এর আগে গতকাল বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চালিতাতলী খন্দকারপাড়ার জনসম্মুখে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ'র নির্বাচনি জনসংযোগের সময় প্রকাশ্যে পিঠে পিস্তল ঠেকিয়ে সরোয়ার হোসেন বাবলাকে খুন করা হয়।
পুলিশ জানিয়েছে, সরোয়ার হোসেন বাবলার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, এরশাদ উল্লাহ'র প্রচারণার সময় সংঘটিত ওই গুলিবর্ষণের মূল লক্ষ্য ছিল সরোয়ার হোসেন বাবলা।
