৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
পাঁচ ব্যাংকের মার্জার (একীভূতকরণ) ইস্যুতে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ চেয়ে সময় বেঁধে দিয়েছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের একটি অংশ। তিনি পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে গভর্নরের পদত্যাগের দাবি জানিয়ে বলা হয়, আগামী শনিবারের (৮ নভেম্বর) মধ্যে পদত্যাগ না করলে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) লেনদেন শেষ হওয়ার পর মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী টিবিএসকে বলেন, 'এ মার্জার মানি না। বিনিয়োগকারীরা তো কোনো দোষ করেনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। আর বিনিয়োগকারী ওইসব তালিকাভুক্ত ব্যাংকে বিনিয়োগ করেছে। কিন্তু অন্যায়ভাবে মার্জার করার ফলে বিনিয়োগকারীদের শূন্য হাতে ফিরতে হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার করছেন। বিনিয়োগকারীরা বিনিয়োগ করে সব হারাবে, এটা হতে পারে না। এই প্রহসনের মার্জার বন্ধ করতে হবে।'
