রাজধানীর মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধারের পর রাতে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে মাহফুজার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, বকশীবাগের একটি বাসার নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন মাহফুজা। স্থানীয় একটি টেইলার্সে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ও পরে বিয়ে হয়। সোমবার তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর রহমান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।'
নিহত তরুণীর ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। ছয় বছর আগে সুরভীর সঙ্গে আশিকুরের বিয়ে হয়। তাদের মেহেদি হাসান নামে চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
তিনি আরও বলেন, দুই বছর আগেও আশিকুর তার বোনকে মারধর করেছিলেন। তখন সুরভী সংসার করবে না বলে জানালেও পরে আবার ফিরে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে সুরভীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
হৃদয় খান বলেন, সোমবার পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় বোনের বস্তাবন্দি লাশ দেখতে পান।
