চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। এদিন বিকেল ৩টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এরশাদ উল্লাহ'র ছেলে ইমান এরশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বাবার হার্ট ডিজিজ ও লো-প্রেশার রয়েছে। চট্টগ্রামে হাসপাতালে লোক সমাগম রয়েছে। এজন্য ইনফেকশনের ঝুঁকি আছে। তাই ঢাকায় নিয়ে আসা হয়েছে।'
তিনি আরও বলেন, 'বাবাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তার শারিরীক অবস্থা ভালো।'
এর আগে গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চালিতাতলী খন্দকারপাড়ার জনসম্মুখে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ'র নির্বাচনি জনসংযোগের সময় প্রকাশ্যে পিঠে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে খুন করা হয়। এসময় এরশাদ উল্লাহ ও বিএনপি কর্মী ইরফানুল শান্ত আহত হয়েছেন।
এ ঘটনায় বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এরপর থেকে তারা চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন।
সরোয়ার হোসেন বাবলার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, 'এরশাদ উল্লাহ'র প্রচারণার সময় সংঘটিত ওই গুলিবর্ষণের মূল লক্ষ্য ছিল সরোয়ার হোসেন বাবলা।'
