করোনাভাইরাস মোকাবিলা: ৮৭ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব বিএনপির

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে সামাল দিতে জিডিপির তিন শতাংশ, অর্থাৎ ৮৭ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিশেষ তহবিল ঘোষণার আহ্বান জানান।
এ সময় তিনি করোনাভাইরাস জনিত বৈশ্বিক মহামারির কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য মহাদুর্যোগ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ২৫টি প্রস্তাব তুলে ধরেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অর্থনীতিবিদদের সহায়তায় এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "আমরা শুধু অর্থনৈতিক ক্ষেত্রের জন্য কতগুলো পদক্ষেপের প্রস্তাব রাখছি। কিছু পদক্ষেপ নিতে হবে স্বল্পমেয়াদি, অনতিবিলম্বে, আর সময়ক্ষেপণ না করে। কিছু মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। আমাদের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের জন্য জিডিপির তিন শতাংশ অর্থ সমন্বয়ে ৮৭ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করতে হবে। শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ দিতে হবে। যেন সব সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ ছুটির আগের স্তরে ফিরে আসতে পারে।"
মির্জা ফখরুল বলেন, "স্বল্পমেয়াদি খাতে ৬১ হাজার কোটি টাকা, মধ্যমেয়াদি খাতে ১৮ হাজার কোটি টাকা এবং অতিরিক্ত আরও আট হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হবে।"
বিএনপি মহাসচিব বলেন, "বিভিন্ন ক্যাটাগরিতে দ্রুত সাহায্য পৌঁছাতে হবে। এর মধ্যে থাকবে দৈনিক মজুরিভিত্তিক গ্রুপ, অপ্রাতিষ্ঠানিক সেক্টর, আত্মকর্মসংস্থানকারী, গ্রামীণ ভূমিহীন কৃষক, কৃষি শ্রমিক, মাইগ্র্যান্ট ওয়ার্কার্স, গণপরিবহন শ্রমিক, রোড সাইড ভেন্ডর, সকাল-বিকাল বিভিন্ন জায়গায় কাজ করে উপার্জনকারী গ্রুপ ইত্যাদি।"