রানে রানে ওয়ানডে সিরিজের প্রস্তুতি

কদিন আগেই মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, নিউজিল্যান্ডে পেস সহায়ক উইকেট হবে; এই ধারণা ২০ বছর আগের পুরনো। কিউইদের মাটিতে ৩০০-৩৫০ রান হয় আবার সেটা চেজও হয়ে যায়। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে সেই আভাসই মিললো। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ৫০ ওভারের ম্যাচে রানের দেখা পেয়েছেন বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই।
তামিম একাদশ ও নাজমুল একাদশ নামে প্রস্তুতি ম্যাচটি খেলেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। ম্যাচটিতে তামিম একাদশকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ। আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান তোলে তামিমের দল। নিজের নামে দল হলেও তামিম ব্যাটিং করেননি। জবাবে ৪৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নাজমুল একাদশ।
নাজমুল একাদশের হয়ে খেলা মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা রান পেয়েছেন। আগে ব্যাটিং করা তামিম একাদশের মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসানরাও রান করে ব্যাটিং প্রস্তুতি সেরেছেন।

জন ডেভিস ওভালে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়। এই ম্যাচে আগে ব্যাটিং করে তামিম ইকবালের দলের নাঈম শেখ ছাড়া অন্য সবাই রানের দেখা পেয়েছেন। নাঈম ১২ রান করে আউট হন। সৌম্য সরকার ২৮ রান করেন।মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩৫ রান। তরুণ অলরাউন্ডার মাহেদী হাসানের ব্যাট থেকে আসে ৩৮ রান। ৬৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।
বল হাতে প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছেন রুবেল হোসেন। তামিম একাদশের যাওয়া ৫ উইকেটের ৪টিই নিয়েছেন ডানহাতি এই পেসার। ৪ উইকেট নিতে রুবেল খরচা করেছেন ৪২ রান। বাকি উইকেটটি গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝুলিতে। ডানহাতি এই পেসারের খরচা ৪০ রান।
নাজমুল একাদশের কয়েকজন ব্যাটসম্যান ব্যাটিং করলেও আউট হয়েছেন কেবল একজন। ৪০ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। লিটন ৫৯, মুশফিক ৫৪, মিরাজ ৫০ ও সাইফউদ্দিন ১৬ রান করে নিজে থেকেই মাঠ ছাড়েন। একমাত্র উইকেটটটি নেন মুস্তাফিজুর রহমান।

২০ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এরআগে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কুইন্সটাউনে আজই ক্যাম্পের শেষ দিন ছিলো বাংলাদেশের। এবার প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে চলে যাবে বাংলাদেশ দল।
২৩ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২৬ মার্চ ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।