ফাইনালে উঠতে যুবাদের প্রয়োজন ২১২

‘এবার শিরোপা আনতেই যাচ্ছি’- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে এ কথাই বলেছিলেন বাংলাদেশের যুবারা। সেই স্বপ্নের খুব কাছে আছেন আকবর আলী-তৌহিদ হৃদয়রা।
প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠতে বাংলাদেশের যুবাদের দরকার ২১২ রান।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ৮ উইকেটে ২১১ রান তুলেছে নিউজিল্যান্ডের যুবারা।
টস জেতার সুবিধা নিতে নিউজিল্যান্ড যুবাদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দলের পরিকল্পনামতো সেই সুবিধা ভালোভাবেই বাগিয়ে নিয়েছেন শরিফুল ইসলাম, শামীম হোসেন, হাসান মুরাদরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে নাগালের মধ্যেই রেখেছেন তারা।
বাঁহাতি পেসার শরিফুলের বোলিংয়ের সামনে সবচেয়ে বেশি ভুগেছে নিউজিল্যান্ডের যুবারা। ১০ ওভারে ৪৫ রান খরচায় ৩ উইকেটে নিয়েছেন তিনি।
৩১ রানে দুই উইকেট পান শামীম। সবচেয়ে কম রান খরচ করা হাসান মুরাদ পান ২ উইকেট। একটি উইকেট নেন রকিবুল হাসান।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন হুইলার গ্রিনাল। ডানহাতি এই ব্যাটসম্যানের দৃঢ়তার কারণেই মূলত লড়াইয়ের পুঁজি পেয়েছে কিউই যুবারা।
৮৩ বলে পাঁচটি চার ও দু'টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া নিকোলাস লিন্ডস্টোন ৪৪, ফার্গাস লেলম্যান ২৪ ও অলি হোয়াইট ১৮ রান করেন।