করোনা পরিস্থিতি নিয়ে রাতে জাতির উদ্দেশে ভাষণ মোদির

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে আজ রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে করোনার দাপট ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, তাও তুলে ধরবেন তিনি।
করোনা সংক্রমণের ক্ষেত্রে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভারত। এখন করোনা আটকাতে না পারলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেজন্য আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে জানিয়েছেন তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ রুখতে জোরেশোরে নেমেছে ভারত সরকার। একাধিক পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। পুরো বিষয়টির উপর নজর রাখছেন দেশটির প্রধানমন্ত্রী। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকেও সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি।
করোনার সংক্রমণ রুখতে প্রশাসন কতটা তৈরি, সে বিষয়েও আলোচনা হয়। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালান মোদি। করোনা আটকাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।