ভারতে আটক ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতে আটক হওয়া ১২ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি জমান ১২ বাংলাদেশি। তাদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করেছে ভারতীয় পুলিশ। এরপর আটকদের বিষয়ে বিজিবিকে জানায় বিএসএফ।
পতাকা বৈঠকে দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ৩২ বিএসএফ ব্যাটালিয়ান গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন।