বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
১৯৫৩ সালে ম্যারিলিন মনরো যখন গান গাইলেন ‘ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ড’ এবং ১৯৭১ সালে জেমস বন্ডের ছবি ‘ডায়মন্ডস আর ফোরএভার’ মুক্তি পায়, তখন হীরা সম্পূর্ণভাবে একটি প্রতীকী মর্যাদা অর্জন করে।