রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত

রিংয়ে বক্সারের মৃত্যুর ঘটনায় ঘানায় সব ধরনের বক্সিং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সুপার-মিডলওয়েট বক্সার আর্নেস্ট আকুশের মৃত্যুর ১১ দিন পর দেশটির জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (এনএসএ) এই সিদ্ধান্ত নেয়।
ছয় মাসের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় কোনো পেশাদার বক্সারের মৃত্যুর ঘটনা, যা খেলাটির নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তুলেছে।
গত মঙ্গলবার ৩২ বছর বয়সে 'বাহুবলী' নামে পরিচিত বক্সার আর্নেস্ট আকুশে মৃত্যুবরণ করেন। এর আগে ১২ সেপ্টেম্বর রাজধানী আক্রার বুকেওম বক্সিং অ্যারেনায় জ্যাকব ডিকসনের বিপক্ষে একটি বাউটে অংশ নিয়েছিলেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিংয়ে পাওয়া অভ্যন্তরীণ আঘাতেই তার মৃত্যু হয়েছে, যদিও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এনএসএ এক বিবৃতিতে জানায়, 'খেলোয়াড়দের জীবন রক্ষা, খেলাধুলার সম্মান অক্ষুণ্ণ রাখা এবং এর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য' এই স্থগিতাদেশ একটি জরুরি পদক্ষেপ।
একই সঙ্গে কর্তৃপক্ষ বক্সিংয়ের নিরাপত্তা বৃদ্ধি, একে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করে তুলতে পাঁচ বছর মেয়াদি একটি কৌশল বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছে।
ঘানার বক্সিং অঙ্গনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। এর আগে গত মার্চে নাইজেরীয় বক্সার গ্যাব্রিয়েল ওলুওয়াসেগুন ওলানরেওয়াজু আক্রায় একটি বাউট চলার সময়ই রিংয়ের মধ্যে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান।
ঘানায় বক্সিং অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। দেশটি অতীতে আজুমাহ নেলসনের মতো কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার তৈরি করেছে, যিনি দুটি ভিন্ন ওজন শ্রেণিতে বিশ্বসেরা হয়েছিলেন। তবে একের পর এক মৃত্যুর ঘটনায় দেশটির বক্সিংয়ের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে।