আইপিএলে সর্বকনিষ্ঠ অভিষেক, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু বৈভব সূর্যবংশীর

মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে অভিষেক করে নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের এই কিশোর ক্রিকেটার রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন আইপিএলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নামা এই বাঁহাতি ব্যাটার অভিষেক ম্যাচেই ছক্কা হাঁকিয়ে স্বপ্নের মতো শুরু করেন তার আইপিএল যাত্রা।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট হাতে নামেন বৈভব। প্রথম বলেই ভারতের অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুরকে এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। পরের ওভারেই আবেশ খানের বিরুদ্ধে প্রথম বলেই আবার ছক্কা! এরপর এক চারও মারেন। সপ্তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে আরও একটি চার আসে তার ব্যাট থেকে। এরপর অষ্টম ওভারে দিগ্বেশ রাঠিকে উড়িয়ে মারেন ছক্কা—১৮ বলে পৌঁছে যান ৩৩ রানে।
কিন্তু নবম ওভারে এডেন মার্করামের একটি ধীরগতির বল তাকে ফাঁদে ফেলে। লেগ সাইডে খেলতে গিয়ে বল মিস করেন বৈভব, পেছনে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্ত চোখের পলকে স্টাম্প ভেঙে দেন। রিপ্লে দেখে থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। ২০ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন এই কিশোর।
তবে আউট হওয়ার পর নিজেকে আর সামলাতে পারেননি বৈভব। ডাগআউটে ফেরার সময় চোখ মুছতে দেখা যায় তাকে। মাঠে কান্নার সেই দৃশ্য অনায়াসেই ধরা পড়ে টিভি ক্যামেরায়। আবেগে ভেসে যাওয়া এই মুহূর্ত ছুঁয়ে যায় দর্শকদের হৃদয়।
ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক ধারাভাষ্যে বলেন, 'প্রথম বল খেলার সময় এবং যখন ফিরে যাচ্ছিল, আমার মনে হয় ও ফোঁপাচ্ছিল। কাঁদছিল ও।'
বৈভবের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ম্যাচ জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৮০ রান। জবাবে রাজস্থান রয়্যালস করে ৫ উইকেটে ১৭৮। মাত্র ২ রানে হেরে মাঠ ছাড়ে তারা।
গত মাসেই ১৪ বছরে পা দেওয়া বৈভবকে ২০২৪ সালের আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। সেই সময় তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যিনি আইপিএলে দল পেয়েছেন। এবার মাঠে নেমে সেই রেকর্ডে যুক্ত করলেন সবচেয়ে কম বয়সে খেলার কীর্তিও। আগের রেকর্ডটি ছিল প্রায়াস রায় বর্মণের, যিনি ২০১৯ সালে ১৬ বছর ১৫৪ দিন বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন।
বৈভব সূর্যবংশীর প্রতিভা কেবল আইপিএলেই নয়, বয়সভিত্তিক পর্যায়েও নজর কেড়েছে আগেই। মাত্র ১৩ বছর বয়সে, গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে ৪৪ গড় নিয়ে ১৭৬ রান করেন তিনি।
পূর্ব ভারতের বিহার রাজ্যের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন বৈভব। মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত পাঁচটি রঞ্জি ম্যাচে খেলে করেছেন ১০০ রান, সর্বোচ্চ ৪১।