৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে

আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে।
নিলামে নাম থাকলেও সে সময় কোনো দল পাননি মোস্তাফিজ। তবে সম্প্রতি ভারত ও পাকিস্তানের সংঘাতের আইপিএলে ডাক পেলেন এই পেসার।
ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলা হলে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখা হয়। এ সময় অনেক বিদেশি ক্রিকেটারই নিজেদের দেশে ফেরত যান। এ তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক। তাকে ৯ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি।
ফ্রেজার আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে মোস্তাফিজের। অস্ট্রেলিয়ার এই ব্যাটসমানের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই পেসার।
দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
এর আগে ২০২২ ও ২০২৩ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। দুই মৌসুমে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে মোট ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৬১ উইকেট।
এবারের আসরে ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে ৫ম অবস্থানে। বাকি আছে আর মাত্র তিনটি ম্যাচ। রয়েছে। অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। তাঁর দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাঁদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে।
এক সপ্তাহ বন্ধ থাকার পর আইপিএল শুরু হবে ১৭ মে। পরদিন ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে লড়বে দিল্লি ক্যাপিটালস।