আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আজ বুধবার এ ঘটনা ঘটে।
তবে বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের খবরে ৭ থেকে ১১ জন নিহত ও প্রায় অর্ধশত আহতের কথা জানানো হয়েছে।
এ বিষয়ে কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, 'আরসিবির (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জয় উদযাপন করতে আসা ভক্তরা মারা গেছেন—এটা সত্যিই বেদনাদায়ক ও মর্মান্তিক।'
গতকাল মঙ্গলবার আইপিএলের এবারের আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আরসিবি। নিজেদের জয়োৎসবে আজ ট্রফি নিয়ে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যায় দলটি। এ সময় স্টেডিয়ামের বাইরে ভিড় জমায় দলটির লাখো ভক্ত। তাদের অনেকের হাতে ছিল দলের পতাকা।
স্টেডিয়ামের ভেতরে উদযাপন শুরু হওয়ার পর বাইরে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, কেউ কেউ অন্যের ওপর উঠে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, যাদের কাছে পাস ছিল না, তারা গেট দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
সরকারিভাবে পরিচালিত বোরিং হসপিটালের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তাদের হাসপাতালে বেশ কয়েকজন হতাহতকে আনা হয়েছিল। তিনি রয়টার্সকে ছয় জন নিহতের কথা নিশ্চিত করেন।